নিজস্ব প্রতিবেদক
যশোরে পৃথক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনজন আহত হয়েছেন। তারা হলেন, সদরের রামনগর ভাটপাড়া গ্রামের বিল্লাল গাজী (৪০), চৌগাছার জগনাথপুরের মাসুম বিল্লাহ (৩৫) ও তার স্ত্রী নাজনিন নাহার শিখা (২৫)। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত বিল্লাল জানান, তিনি পেশায় রিকশা চালক। শুক্রবার দুপুরে বাড়ি ফিরে দেখেন, ভাই ভাবীদের সাথে তার স্ত্রী-সন্তানের তর্কবিতর্ক চলছে। কিছু বুঝে উঠার আগেই ভাই বাবলু গাজী, ভাবী লাকী বেগম, ভাইপো ইমামুল ও ইমন তার উপর হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তিনি জানতে পারেন, তার ভাইপো বাড়ির পাশে পুকুরে গোছল করতে নামলে তাকে সর্প দংশন করে। সেসময় তার স্ত্রী পুত্ররা উপস্থিত থাকলেও তাকে নামতে নিষেধ কেন করলো না তাই নিয়ে তর্কাতর্কি চলছিলো।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার ডান পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আশংকামুক্ত।
এদিকে আহত মাসুম বিল্লাহের স্ত্রী নাজনিন নাহার শিখা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগাছা বিশ্বাস পাড়া এলাকা থেকে তার স্বামী আব্বাস কসাইয়ের দোকান থেকে মাংস কিনে নিয়ে যান। বাসায় গিয়ে দেখেন মাংসের মধ্যে অধিকাংশই হাড্ডি। এসময় তিনিসহ তার স্বামী বিষয়টি নিয়ে দোকানদারের কাছে আসলে দোকানদার ও তার দুই ছেলের সাথে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তারা মাসুম বিল্লাহকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তিনি এগিয়ে গেলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভিাগের চিকিৎসক হেমন্ত পোদ্দার জানান, মাসুম বিল্লাহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকাজনক।