নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা এবং বসুন্দিয়া ইউনিয়ন) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক অতিরিক্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। তিনি বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর বাজার এবং জহুরপুর ইউনিয়নের জহুরপুর বাজার ও বেতালপাড়া বাজার এবং বন্দবিলা ইউনিয়নের পুলেরহাট বাজারে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা ইরাদত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা প্রজন্ম তৌহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা শশাংক কুমার পাল, যুবলীগ নেতা মামুন কবির মিঠু, তুহিন খান, বাবলু হোসেন প্রমুখ।