নিজস্ব প্রতিবেদক
যশোরে আরশাদ আলী (৭০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে যশোর-বেনাপোল সড়কের সদরের আরবপুরের মালঞ্চি বাজারে। তিনি ওই গ্রামের মাঝের পাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃদ্ধ আরশাদ কানে কম শুনতেন। তিনি রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক যশোর চাঁচড়া হতে বেনাপোলগামী যাওয়ার সময় ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সুজায়েত জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
