সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় তাসলিমা খাতুন নামে গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে শহরের চৌরঙ্গির মোড়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউপির গোপিনাথপুর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শহরের চৌরঙ্গির মোড়ে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন তাসলিমা। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
