নিজস্ব প্রতিবেদক
রিকশা চালককে ভাড়া কম দেয়ার প্রতিবাদ করায় হৃদয় নামে এক যুবকের উপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। ভুক্তভোগী হৃদয়ের পিতা শহরের নীলগঞ্জ সাহাপাড়ার শরিফুল ইসলাম কাঞ্চন মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ পূবর্ক অজ্ঞাতনামা ২/৩জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন।
আসামিরা হলো, নীলগঞ্জ আনারস পট্টির হোটেল বাবুর দুই ছেলে মিরাজুল ইসলাম ও মিজানুর রহমান মিজান, নীলগঞ্জ সাহাপাড়ার আব্দুল হামিদ ড্রাইভারের ছেলে আব্দুর রহিম, চাঁচড়া রায়পাড়ার জিসান, ঝুমঝুমপুর ক্লাব মোড়ের রওশন আলীর ছেলে আফান ও সিটি কলেজপাড়ার মৃত মিকাইল হোসেনের ছেলে মিরাজ হোসেন।
বাদী মামলায় বলেছেন, বাদীর ছেলে হৃদয় যশোর শহরের পুলিশ লাইন এলাকার আলিয়া মাদরাসায় লেখাপড়া করে। আসামিরা চুরি ছিনতাই করে বেড়ায়। গত মঙ্গলবার বিকেলে হৃদয় বিসিক কাঠপট্টিতে ঢোকার মুখে যশোর-নড়াইল মহাসড়কে অবস্থান করছিলো। এ সময় আসামিরা ওই স্থানে এসে রিকশা থেকে নামে। এসময় তারা রিকশা চালককে ভাড়া কম দেয়ায় কথা কাটাকাটি হওয়ার মুহূর্তে হৃদয় বিষয়টি দেখে রিকশা চালককে প্রাপ্য ভাড়া দেয়ার অনুরোধ করে। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে হৃদয়কে মারপিট করে। আসামিরা হত্যার উদ্দেশ্যে হৃদয়ের বুকে পিঠে ধারালো চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। হৃদয় মাটিতে পড়ে গেলে আসামিরা প্যান্টের পকেট থেকে সাড়ে ৭ হাজার টাকা নিয়ে নেয়। পরে স্থানীয় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে হৃদয়ের পরিবারের লোকজন হাসপাতালে যান।