নিজস্ব প্রতিবেদক
যশোরে ইজিবাইক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে যশোর-খুলনা মহাসড়কের পদ্মা ফিলিং স্টেশন ও রুপদিয়া ওয়েলফেয়ার স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-সদরের নরেন্দ্রপুর গোপালপুর আদর্শপাড়ার ইজিবাইক চালক উজ্জল দফাদার, তার ছেলে মহিবুল্লাহ, একই এলাকার তানভীর হাসান মুবিন, নওশীন আক্তার মিথিলা, মায়শা আক্তার অর্থি ও জিনিয়া।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারন অর রশীদ জানান, এদের ভিতর তানভীরের অবস্থা আশঙ্কাজনক। সে হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে।
আহত ইজিবাইক চালক উজ্জল দফাদার ও সদরের রুপদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বাদে বাকি সবাই সদরের রুপদিয়া ওয়েলফেয়ার স্কুলের ছাত্র-ছাত্রী।
