নিজস্ব প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা দেড় কেজি গাঁজাসহ রাশেদ বিশ্বাস (৩৩) নামে এক যুবককে আটক করেছে। আটক রাশেদ শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের লটাদিয়া গ্রামের খয়বার আলী বিশ্বাসের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রূপদিয়া থেকে রাশেদকে আটক করা হয়। পরে তার কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।