নিজস্ব প্রতিবেদক ॥ যশোর সদর উপজেলার রূপদিয়ায় দুই ভাইকে হত্যা চেষ্টা মামলার আসামি মুন্না গাজীকে আটক করেছে পুলিশ। আটক মুন্না গাজী এলঅকার চাউলিয়া গ্রামের তোফাজ্জেল গাজীর ছেলে। মঙ্গলবার রাতে পুলিশ তাকে বাড়ি থেকে আটকের পর বুধবার আদালতে সোপর্দ করে। আটক মুন্না হত্যাসহ একাধিক মামলার আসামি।
সূত্র মতে, অগ্রিম দোকান ভাড়া চাওয়ায় গত ২০ মে মাসুদুর রহমান ও তার ভাই মাহমুদুর রহমানের পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় মাসুদুর রহমানের পকেটে থাকা ব্যবসায়ীক এক লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনার মামলায় পুলিশ আসামি মুন্না গাজীকে আটক করেছে।