নিজস্ব প্রতিবেদক
চলতি প্রিমিয়ার ডিভিশন বা বয়স ভিত্তিক বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে বেশির ভাগ সময় সাত বা আট-এ ব্যাটিং করতে নামেন সোহান হোসেন। তবে রোববার স্কুল ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ নম্বরে ব্যাট করার সুযোগ পান এই অফ স্পিনার। প্রায় দেড়শ রানের ইনিংস খেলে সুযোগটা দারুণ কাজে লাগান বোর্ড স্কুলের হয়ে খেলা সোহান। শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রতিপক্ষ বাদশা ফয়সাল ইসলামি ইন্সটিটিউট ঈদগাহের বোলারদের উপর স্টিম রোলার চালিয়ে ১০৭ বলে করেন ১৪৯ রান। সোহানের সাথে কাবিদ আল সিয়ামের প্রায় শতক ছোয়া, সানোয়ার হোসেন ও আরিফুজ্জামানের ৩০ ছাড়ানোর ইনিংসের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪০২ রানের পাহাড় গড়ে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ।
ব্যাটের পর বল হাতেও তাণ্ডব চালিয়েছে সোহান। ছয় ওভার হাত ঘুরিয়ে ২৬ রানে নেন ৪ উইকেট। এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ প্রাথমিক দলে সুযোগ পাওয়া বাঁহাতি পেসার রাহুল হোসেন ৫ উইকেট নিলে ১৩ ওভার ২ বলে ৫৬ রানে থামে বাদশা ফয়সল ঈদগাহের দলীয় ইনিংস। তাতে ৩৪৬ রানের রেকর্ড জয়ে শুরু করল প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
প্রথম পঞ্চাশ রান করতে সোহান খেলেন ৪৯ বল। এই সময়ে মারেন ৪টি চারের সাথে ১টি ছয়। তবে শতক পূরণ করতে খুব বেশি সময় লাগেনি সোহানের। ৯০ বলে তুলে নেন শতক। শতক করার পরই হাত খোলেন সোহান। পরের ১৭ বলে করেন ৪৯ রান। ১৩১ মিনিট ক্রিজে থেকে মারেন ২০টি চার ও একটি ছয়। কাবিদ আল সিয়াম ৬৭ বলে ১৩টি চার ও এক ছয়ে ৮৪, সানোয়ার হোসেন রনি ৩৪ বলে ৩৫টি, আরিফুজ্জামান ৩৬, সোহানুর রহমান ২৯ রান করেন। বাদশা ফয়সল ঈদগাহের সেলিম সাদ্দাম ৭৩ রানে ২টি উইকেট দখল করেন।
বাদশা ফয়সল ঈদগাহের আবেদ আলী ১৬ ও রেজওয়ান ১০ ছাড়া আর কেউ দুই অঙ্কের কোটায় পৌছাতে পারেনি। রাহুল ৫ ওভারে ২৫ রানে ৫টি উইকেট দখল করেন। অপর উইকেটটি নেন রনি।