নিজস্ব প্রতিবেদক
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের ফাইনাল নিশ্চিত করেছে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। শামস্-উল হুদা স্টেডিয়ামে রোববার পাঁচ উইকেটে নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইনস্টিটিউটকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে। এ নিয়ে তারা রেকর্ড সপ্তমবার ফাইনালে উঠেছে। এর আগে ছয়বার ফাইনালে উঠে চারবার শিরোপা ঘরে তোলে। ২০১৬ সালে প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়ে রানার্সআপ হয় তৌহিদুর রহমানের শিষ্যরা। আগামী ১৪ মার্চ ফাইনালে যশোর শিক্ষা বোর্ড স্কুলের প্রতিপক্ষ যশোর কালেক্টরেট স্কুল।
এদিন টসে জিতে নিউটাউন বাদশাহ ফয়সল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ২৪ ওভার তিন বলে সব ক’টি উইকেট হারিয়ে ১১৩ রান করে। ব্যাট হাতে নিউটাউন বাদশাহ ফয়সলের তুষান ৪১ বলে চারটি চারে ৪১, ফয়সাল চার বলে একটি চার ও ছয়ে ১০, আকিব ১৯ বলে একটি চারে ১৪ ও কাফি ২৬ বলে দু’টি চার ও একটি ছয়ে করেন ২০ রান। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ২৩ রান।
বল হাতে শিক্ষা বোর্ড স্কুলের সানোয়ার হোসেন রনি পাঁচ ওভারে দু’টি মেডেনসহ চার রানে নেন চারটি উইকেট। এরপাশে আফিফ হাসান লিখন ১২ রানে দু’টি, মাহমুদ হাসান জিহাদ, ফজলে রাব্বি ও আরিফুজ্জামান নিয়েছেন একটি করে উইকেট।
জয়ের লক্ষে ব্যাটিংয়ে নেমে ২০ ওভার তিন বলে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে যশোর শিক্ষা বোর্ড স্কুল। শিক্ষা বোর্ড স্কুলের তরফদার মুবতাসিন হিমেল ২১ বলে দু’টি চারে ১৯, কাবিদ আল সিয়াম ২৫ বলে পাঁচটি চারে ৩১, আরিফুজ্জামান ৪১ বলে তিনটি চারে ৩২ রান করেন। অতিরিক্ত হতে স্কোর বোর্ডে যোগ হয় ২২ রান।
নিউটাউন বাদশাহ ফয়সলের মেজবাহ সাত রানে দু’টি এবং একটি করে উইকেট নিয়েছেন আকিব ও সাকিন।