নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের ২০২৩-২০২৫ ত্রি-বার্ষিক নির্বাচনে আগামী ১ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে। এতে জাতীয় পরিচয়পত্রসহ স্বচ্ছ ভোট গ্রহণের ব্যবস্থা নেয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার ইয়াকুব কবিরের কাছে লিখিত আবেদন করেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী আসাদুজামান মিঠু।
মঙ্গলবার লিখিত আবেদনে তিনি জানিয়েছেন, ইতোমধ্যে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নির্বাচন নিয়ে এখনও পর্যন্ত কোন আচরণ বিধি প্রদান করা হয়নি। নির্বাচনের আচারণ বিধিমালা প্রনয়ণসহ স্বচ্ছ ভোট গ্রহণের জন্য প্রত্যেক ভোটারকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনার বিষয়টি স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন/বিজ্ঞপ্তি আকারে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
এছাড়াও অংশ গ্রহণকারী দুই প্রার্থীকে নিয়ে নির্বাচনের সামগ্রিক বিষয়ে মতবিনিময় সভা করার অনুরোধ জানান।
এর আগে সোমবার প্রেসক্লাব মিলনায়তনে মনোনয়নপত্র বিক্রির ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা, ভোটার তালিকায় ৫০ এর অধিক মৃত ব্যক্তির নাম থাকাসহ নানা অসংগতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বলেন, ডিজিটাল যুগেও রেড ক্রিসেন্টের মতো প্রতিষ্ঠানে কোনো ভোটার তালিকায় কোনো ভোটারের মোবাইল কিংবা টেফিফোন রাখা হয়নি। অধিকাংশ ঠিকানা সঠিক ভাবে লেখা নেই। এমনকি দুইজন ভোটার মুসলিম হলেও তাদের পিতার নাম হিন্দু দেখানো হয়েছে।
এ ধরনের হাজারো অসংগতি অন্যায় অবিচার আর অনিয়মকে পূঁজি করেই ব্যক্তি বিশেষ ক্ষমতাকে কুক্ষিগত করে দীর্ঘদিন ধরে রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালনা করছেন। এসব অনিয়ম, অসঙ্গতি দূর হওয়া দরকার বলে দাবি করেন।
নির্বাচনে ইতিমধ্যে ভাইস চেয়ারম্যান পদে শহিদুল ইসলাম মিলন, সদস্য পদে খন্দকার মাহফুজুল হক ফারুক, অ্যাড. গাজী আবদুল কাদের, মুস্তাক হোসেন শিম্বা, আক্তারুজ্জামান তুহিন ও মাহমুদ হাসান বিপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ করা হবে।