নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় শহরের বঙ্গবন্ধু ম্যুরাল থেকে একটি র্যালি বের হয়ে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভায় জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশ জাতির কল্যাণের কথা চিন্তা করে ১৯৮১ সালের ১৭ মে দেশে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে দেশকে আজ উন্নতির দিকে এগিয়ে নিচ্ছেন তিনি। তিনি মুক্তির দিশারি, মৃত্যুকে উপেক্ষা করে এগিয়ে চলেছেন নির্ভীকভাবে, আর গভীর মমতা দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বাংলাদেশ নামের রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাস, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এদেশের শাসনকার্যে দীর্ঘকাল ক্ষমতায় আসীন থেকে মহিমান্বিত রাষ্ট্রনায়ক হিসেবে মহাকালকে স্পর্শ করতে সক্ষমতা অর্জন করেছেন। আমরা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সরকারের অব্যাহত সাফল্যসহ তার নিজের ও পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ সভাপতি তহিদুর রহমান তহিদ, রেজাউল ইসলাম, জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক তপন কুমার ঘোষ, জেলা যুবলীগের সহ অর্থ বিষয়ক সম্পাদক পর্বত খান, জেলা যুবলীগের সদস্য উসমান গণী, লাল্টু চাকলাদার, ইয়াকুব আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ, যুবলীগ নেতা বাবলু, অরিছুল আলম মাসুদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগের কয়েক শতাধিক নেতৃবৃন্দ।