নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের চারখাম্বার মোড় এলাকায় ‘জনি কাবাব’ নামক রেস্তোরাঁর এসি মেরামত করতে বিদ্যুৎস্পৃষ্টে আরিফ হোসেন নামের এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আরিফ শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা।
নিহত আরিফের সহকারী জাফর আলী জানান, বৃহস্পতিবার বিকেলে জনি কাবাবের একটি এসি মেরামতের জন্য তারা সেখানে যান। কাজ করার সময় আরিফ হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাকিরুল ইসলাম মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটার পর রেস্তোরাঁয় উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য রেলরোড এলাকার দোকানগুলোর লোকজন আতংকিত হয়ে পড়ে।
যশোর সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার শাকিরুল ইসলাম বলেন, আরিফকে আনার পথেই তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র বিদ্যুৎস্পৃষ্টেই তার মৃত্যু হয়েছে।