কল্যাণ ডেস্ক
আসন্ন পবিত্র রমজান মাসে শেয়ারবাজারে লেনদেনের নতুন সূচি এক ঘণ্টা কমিয়ে নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নতুন সূচি অনুযায়ী, রোজায় শেয়ারবাজারে মূল লেনদেন হবে ৩ ঘণ্টা ২০ মিনিট। এর সঙ্গে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। সব মিলিয়ে শেয়ারবাজারে লেনদেন হবে ৩ ঘণ্টা ৩০ মিনিট।
সোমবার বিএসইসি থেকে জারি করা এ সংক্রান্ত একটি নির্দেশনায় বলা হয়েছে, রোজায় শেয়ারবাজারে মূল লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট অর্থাৎ ১টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।
এছাড়া পোস্ট ক্লোজিং সেশনের ১০ মিনিটে বিনিয়োগকারীরা কোনো নতুন দাম প্রস্তাব করতে পারবেন না। তবে কেউ চাইলে ক্লোজিং প্রাইজে ক্রয় বা বিক্রয় করতে পারবেন।
বর্তমানে শেয়ারবাজারে মূল লেনদেন শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় দুপুর ২টা ২০ মিনিটে। এ লেনদেন শেষে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন রয়েছে। অর্থাৎ রোজায় শেয়ারবাজারে এক ঘণ্টা কম লেনদেন হবে।
আরও পড়ুন: রমজানে ব্যাংক লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত