নিজস্ব প্রতিবেদক
রোটারি ক্লাব অব যশোর ওয়েস্ট এর ২০২৪-২৫ রোটা বর্ষের নতুন সভাপতি হয়েছেন সুজন কুমার রায়। গত শনিবার (১৩ জুলাই) রাত ৮টায় যশোর শহরের একটি অভিজাত হোটেলে কলার হস্তান্তর ও ২০২৪-২৫ রোটা বর্ষের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৬৪ এর কো-অর্ডিনেটর (ফাইনান্স) সাবেক সভাপতি আমিনুল ইসলাম শাহীন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এজেডএম সালেক, সাবেক সভাপতি ফজলে রাব্বি মোপাশা, সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, সাবেক সভাপতি শফিউর রহমান মল্লিক, সাবেক সভাপতি মোস্তাক হোসেন শিম্বা, সাবেক সভাপতি সাইফুল্লাহ খালেদসহ যশোরের অন্যান্য ক্লাবের সভাপতি এবং রোটারি ক্লাব অব যশোর ওয়েস্টের সদস্যরা।
