নিজস্ব প্রতিবেদক: রোটারি ক্লাব যশোরের আয়োজনে যশোর রোটারি হেলথ্ সেন্টারের ২৫ বর্ষপূর্তি পালন করা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) রোটারি হেলথ্ সেন্টারে নানা আয়োজনের মধ্যে দিয়ে বর্ষপূতির উৎসবে মেতে উঠেন সবাই।
অনুষ্ঠানের প্রথমভাগে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে রোটারি হেলথ্ সেন্টারের পরিচালক সাইফুল্লাহ খালেদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট বাংলাদেশের মহাপরিচালক ইঞ্জিনিয়ার এমএ ওহাব ও আশরাফুজ্জামান নান্নু।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, রোটারি ক্লাব এবং রোটারি হেলথ্ সেন্টারের মাধ্যমে অনেক গরীব অসহায় মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন। এ কাজের সাথে যারা জড়িত তারা নিঃসন্দেহে অত্যন্ত উদার মনের মানুষ।
প্রতিমন্ত্রী রোটারিয়ান এবং দাতা সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যে ত্যাগ ও সেবা করার মনোভাব এবং আপনারা যে সমাজে অবদান রেখে চলছেন এটি যেন অব্যাহত থাকে। এ সময় তিনি রোটারি ক্লাবের পাশে থাকার আশ্বাস দেন।
১৯৯৭ সালের ৭ নভেম্বর রোটারি হেলথ্ সেন্টার প্রতিষ্ঠিত হয়। নয় শতক জমির উপর নির্মিত হসপিটালিটির জন্য জমি দান করেছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তি। রোটারি হেলথ্ সেন্টারে এ বছর আরও ১০টি চক্ষু ক্যাম্প করা হবে বলে জানান কর্মকর্তারা।
বর্ষপূর্তি অনুষ্ঠানে যশোর, ঢাকাসহ দেশ ও দেশের বাহিরে থেকে আগত দাতা সদস্য, রোটারিয়ানরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।