নিজস্ব প্রতিবেদক
যশোরে সামাজিক সেবার মানোন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকারকে সামনে রেখে রোটারী ক্লাব অব যশোর মিডসিটি (ক্লাব আইডি-৬৩৮৫৮, আরআই জেলা-৬৪ বাংলাদেশ) বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “ভালোর জন্য একত্রিত হও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে আরআরএফ (টার্ক) রাজারহাটে অনুষ্ঠিত সভায় ক্লাবের সকল সদস্য, তাদের পরিবারের সদস্য এবং লেটরা অংশগ্রহণ করেন।
সভায় আগামী রোটা বর্ষের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সর্বসম্মতিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রোটাঃ মো. সেলিম রেজা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোটাঃ মো. রাকিবুল আলম। সাধারণ সভায় সভাপতিত্ব করেন রোটা বর্ষ ২০২৫-২০২৬ এর বর্তমান সভাপতি রোটাঃ ফয়সাল ফারুকী অমি।
সভায় উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, এই নির্বাচনের মাধ্যমে ক্লাবের সামাজিক দায়িত্ব ও মানবিক কর্মকাণ্ড আরও সুসংগঠিতভাবে পরিচালিত হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্বে যশোর মিডিসিটির রোটারি ক্লাব সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।
ক্লাবের সদ্য নির্বাচিত রোটা বর্ষ ২০২৬-২০২৭ এর সভাপতি রোটা: মোঃ সেলিম রেজা বলেন, “ রোটারি ক্লাবের মূল উদ্দেশ্য হলো সমাজের প্রগতি ও মানুষের সেবা। আমি এবং সাধারণ সম্পাদক রোটা: রাকিবুল আলম সবাইকে সঙ্গে নিয়ে এই লক্ষ্যকে বাস্তবে রূপ দেব।”
বার্ষিক সাধারণ সভার প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পিপি রোটাঃ এ্যাড ফিরোজ আক্তার, কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পিপি রোটাঃ কাজী ইমদাদুল হক সাবু ও পিপি রোটাঃ গিয়াসউদ্দিন খান ডালু (এমপিএইচএফ)।
সভা শেষে ঘোষণা করা হয়, আগামী রোটাবর্ষ ২০২৬-২৭ এর সভাপতি রোটাঃ মোঃ সেলিম রেজা এবং অনারারি সেক্রেটারি রোটাঃ রাকিবুল আলম রাকিব। সভার সমাপনীতে নতুন নেতৃত্বের হাতে ক্লাবের সেবামূলক কর্মকাণ্ড আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনঃপ্রকাশ পায়।
