নিজস্ব প্রতিবেদক
হাতের ইনজুরিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বেশির ম্যাচই ড্রেসিংরুমে বসে ছিলেন যশোরের জাওয়াদ মোহাম্মদ রোয়েন। লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে মাঠে নামলেই রোয়েন বল হাতে ভুগিয়েছেন প্রতিপক্ষের ব্যাটারদের। সেই ধারাবিহকা ধরে রেখেছেন যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও। মঙ্গলবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে একাই প্রতিপক্ষ আরএন রোড বয়েজের আট ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন। পরে ব্যাট হাতেও খেলেছেন ঝড়ো ইনিংস। তাতে ১০ উইকেটের রেকর্ড জয় তুলে নিয়েছে রয়েনের দল ফাইভ স্টার ক্লাব।
চার মাস বিরতির পর শুরু হওয়া লিগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রোয়েন অফস্পিনে ২২ ওভার ৩ বলে ৮০ রানে গুটিয়ে আরএন রোড বয়েজ। জবাবে ব্যাট করতে নেমে ৮ ওভার ৩ বলে কোন উইকেট না হারিয়ে জয় নিশ্চিত ফাইভ স্টার ক্লাব।
রয়েন একাই ধ্বস নামিয়ে দেন আরএন রোড বয়েজের ব্যাটিং লাইনআপ। টানা দশ ওভারের স্পেলে ২৪ রান খরচায় নিয়েছেন আট উইকেট। তবে চলতি মৌসুমে একটি ম্যাচে নয় উইকেট দখলের কৃতিত্ব রয়েছে ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের বাবুর।
আরএন রোড বয়েজের ব্যাটিং ইনিংসে সপ্তক শাহারিয়ার ৩৫ বলে তিনটি চারে ২৩, রাকিব আমিন ২৭ বলে পাঁচটি চারে ২৮ রান করেন। দলের বাকি ব্যাটারদের মধ্যে চার জন শুণ্য রানে অন্যরা পারেননি দু’অঙ্কের ঘরে পৌঁছাতে। রয়েনের পাশে সুমন ও তীর্থ নিয়েছেন একটি করে উইকেট।
ফাইভ স্টারের ব্যাটিং ইনিংসে সাদমান ২৮ বলে আটটি চার ও একটি ছয়ে অপরাজিত ৪৫ ও রয়েন ২৩ বলে ছয়টি চারে অপরাজিত ৩২ রান করেন।
চার ম্যাচ থেকে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে ফাইভ স্টার। এই গ্রুপে আসাদ ক্রিকেট একাডেমি ও যশোর ক্রিকেট ক্লাব এক ম্যাচ কম খেলে সমসংখ্যক পয়েন্ট ঘরে তুলেছে। পক্ষান্তরে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই পরাজয়ের স্বাদ রয়েছে আরএন রোড বয়েজের।