নিজস্ব প্রতিবেদক
বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নিকে গ্রেফতার করেছে র্যাব-৬। শনিবার দিবাগত রাতে যশোর শহরের ঘোপ জেল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬, যশোর এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত ৩১ অক্টোবর ঝিকরগাছা উপজেলায় বিএনপির একটি মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারনামীয় আসামি সাবিরা সুলতানা মুন্নিকে ঘোপ জেল রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সাবিরা সুলতানা মুন্নি বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য। তিনি ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
