নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আমরা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। সেজন্যই নির্বাচন দাবি করছি। নির্বাচন দিতেই হবে। আওয়ামী লীগকে কোনো দরদ দেখানোর সুযোগ নেই, তাদের সঙ্গে ন্যূনতম সম্পর্ক রাখা যাবে না।
মঙ্গলবার (৮ জুলাই) যশোর নগর মহিলা দলের ৪ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশটি পুলিশ লাইন টালিখোলা এলাকায় অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আমাদের সবসময় চোখ-কান খোলা রাখতে হবে। লড়াই এখনও শেষ হয়নি। ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই এই লড়াইয়ের পরিসমাপ্তি ঘটবে।
নার্গিস বেগম বলেন, দেশে বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনী কাক্সিক্ষত ভূমিকা পালন করছে না। তারা চুপ করে আছে। আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের বিষয়ে সবসময় সজাগ থাকতে হবে।
তিনি বলেন, নারীরা সমাজ বদলের হাতিয়ার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন নারী হয়েও তার বাস্তব উদাহরণ রেখে গেছেন। তিনি দীর্ঘ নয় বছর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন করেছেন, তাকে হটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত জনবান্ধব কর্মসূচিগুলো সম্পন্ন করেছেন।
লুৎফুন্নাহার লাবনীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না। সমাবেশে আরও বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, নগর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ এবং নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আলী হোসেন মদন।

 
									 
					