নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি রেল ক্রসিংয়ের ডিভাইডারে প্রতিনিয়ত ঘটে যাওয়া দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ কথা জানান জেলা প্রশাসক।
সভায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক লাউজানি রেল ক্রসিংয়ের ডিভাইডারটিতে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো সম্পর্কে জেলা প্রশাসককে অবগত করেন।
এ সময় সড়ক ও জনপথ বিভাগ যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে রেলওয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। রেলওয়ে নিয়ম অনুযায়ী তাদের ওখানে ডিভাইডার দেয়ার নিয়ম রয়েছে। এছাড়া সড়কে রিফ্লেক্টিং বাতি বসানো হয়েছে।
এ সময় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, মানুষকে আগে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে হবে। এ সময় তিনি জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হককে সড়ক ও জনপথ বিভাগের সাথে সমন্বয় করে লাউজানি রেল ক্রসিংয়ের ডিভাইডারে দুর্ঘটনা রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলেন।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারী ‘ডিভাইডার যখন দুর্ঘটনার কারণ’ শিরোনামে দৈনিক কল্যাণে ঝিকরগাছার লাউজানি রেল ক্রসিংয়ের একের পর এক যানবাহনের দুর্ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
২০১৭-১৮ সালে এই মহাসড়ক পুনঃনির্মাণের সময় দীর্ঘ ৩৪ কিলোমিটার রাস্তার জায়গার ভিত্তিতে প্রশস্ততা বাড়ানো হয় ২৪ ফুট থেকে ৩৪ ফুট পর্যন্ত। এবং রাস্তার দুই পাশে ৫ ফুট করে সোল্ডার নির্মাণ করা হয়। আর এই মাপের ওপরেই ঝিকরগাছা উপজেলার লাউজানি রেলক্রসিংয়ে প্রায় ১ ফুট প্রশস্ত ও ২০ ফুট দৈর্ঘ্যের একটি ডিভাইডার স্থাপন করা হয়।
আর এই সড়কটির একটি ডিভাইডার এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। গত বছরের ডিসেম্বরে ৭টি এবং চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ ডিভাইডার এলাকায় তিনটিসহ মোট দশটি দুর্ঘটনার শিকার হয়েছে।
১ Comment
Pingback: মাগুরার অটোরিকশা চালক হত্যার মূল আসামি র্যাবের হাতে আটক - দৈনিক কল্যাণ