নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ বিরতির পর যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্ব শুরু হয়েছে। রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে সুপার লিগ পর্বের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যশোর ক্রিকেট ক্লাব। তাদের কাছে ব্যাটে বলে কোন প্রতিরোধই গড়তে পারেনি ম্যাগপাই ক্লাব। দশ উইকেটের বড় ব্যবধানে হেরেছে মিরাজ মামুন-সাদ-মাসুম বিল্লাহরা।
৩১ ওভার ৩ বলে ম্যাগপাইয়ে করা ৯৩ রান করতে খুব বেশি সময় নেয়নি যশোর ক্রিকেট ক্লাব। ড্রেসিংরুমে থাকা খেলোয়াড়-কর্মকর্তাদের আগে-ভাগে করা লাঞ্চের পর ঢেঁকুর ওঠার আগেই ম্যাচ শেষ করে দেন দুই ওপেনার রুশাদ হোসেন ও আজিজুল হাকিম তামিম। রুশাদ যখন ছয় মেরে জয় নিশ্চিত করে তখনও যশোর ক্রিকেট ক্লাবের হাতে ছিল ২৩৮ বল ও ১০ উইকেট।
২৩ বলে ফিফটি করা রুশাদ শেষ পর্যন্ত ২৯ বলে অপরাজিত ছিলেন ৬৭ রানে। ২৩১.০৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করা রুশাদ মারেন চারটি চারও ৭টি ছয়ের মার। অপর ওপেনার তামিম ১৫ বলে ৪টি ছয়ে ২৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এদিকে সকালে পিচ ভেজা থাকা ৩০ মিনিট পর শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় যশোর ক্রিকেট ক্লাবের অধিনায়ক আমিনুর রহমান।
ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে সাজঘরে ফিরে যায় ম্যাগপাই দলীয় অধিনায়ক মিরাজ মামুন। ডানহাতি পেসার ফয়সাল ইমামী গোল্ডের বলে নিলয়কে ক্যাচ দেন মিরাজ। অপর ওপেনার সুজন প্রথমে মহাসিন ও পরে ইকরামুল নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে তাতে জল ঢেলে দেন অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে খেলা লেগ স্পিনার আজিজুল হাকিম তামিম। পরপর দুই বলে ইকরামুল ও সাইদুজ্জামান সাদকে সাজঘরে পাঠিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিল। তবে হ্যাটট্রিক না হলেও পরে ম্যাগপাই এর লেজের দিকে ব্যাটারদের গুটিয়ে দেন দ্রুত। মিডল অর্ডারের তিন ব্যাটার আল আমিন, তানজিম ও মাসুম বিল্লাহর উইকেট নিয়ে কাজটা সহজ করে রাখেন যশোর ক্রিকেট ক্লাবের দলীয় অধিনায়ক ডানহাতি পেসার আমিনুর রহমান। আমিনুর একই ওভারে দুই উইকেট তুলে নিলে ধস নামে ম্যাগপাইয়ের ব্যাটিং অর্ডারে। তাতে বড় রানে সম্ভাবনা শেষ হয়ে যায় ম্যাগপাইয়ের।
একপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অপর প্রান্তে আগলে রাখেন সুজন। অষ্টম ব্যাটার হিসেবে তামিমের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে খেলেন দলীয় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস। ৮৩ বলের ইনিংসে ছিল ৫টি চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন মহাসিন। যশোর ক্রিকেট ক্লাবের তামিম ৯ ওভার ৩ বলে ১টি মেডেনসহ ২২ রানে ৪টি, আমিনুর ১৬ রানে ৩টি, রায়হান উদ্দিন ৯ রানে ২টি, ফয়সল ইমামি গোল্ড ১টি উইকেট দখল করেন।
সংক্ষিপ্ত স্কোর :
টস : যশোর ক্রিকেট ক্লাব
ম্যাগপাই ক্লাব : ৩১.৩ ওভার ৯৩/১০ (মিরাজ মামুন ৩, সুজন ৪৪, মহাসিন ১২, ইকরামুল ৮, সাদ ০, আল আমিন ১, তানজিম ৯, মাসুম বিল্লাহ ১, রুবেল আফ্রিদি ৩, শাহিদুল ১, সিফাত ০; নাহিদ হাসান ০/৭, ফয়সাল ইমামী গোল্ড ১/২, রায়হান উদ্দিন ২/৯, মোস্তাফিজুর রহমান ০/২১, সুমন হোসাইন ০/১৬, আজিজুল হাকিম তামিম ৪/২২, আমিনুর রহমান ৩/১৬)।
যশোর ক্রিকেট ক্লাব: ৭.২ ওভার ৯৭/০ (রুশাদ হোসেন ৬৭*, আজিজুল হাকিম তামিম ২৬*; রুবেল আফ্রিদি ০/৪০, সিফাত ০/২৭, শাহিদুল ০/১৭, সাদ ০/১৩)।
ফলাফল : যশোর ক্রিকেট ক্লাব ১০ উইকেটে জয়ী।