নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লাভস ক্রিকেট যশোরের উদ্যোগে মঙ্গলবার শহরের একটি রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মনিরুল হুদা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম তসলিম শিমুল, ক্রীড়া সংগঠক গোলাম মোস্তফা কাদের, সাবেক ক্রিকেটার এ এফ এম মঈন উদ্দিন রোম, মাহতাব নাসির পলাশ, সাথী প্রমুখ। এছাড়া ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সাজ্জাদুল আলম বিপুল। বক্তরা আগামীতে এই সংগঠনটি ক্রিকেটের গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে যতটা সম্ভব ভূমিকা রাখার চেষ্টা করবে বলে জানান।
