নিজস্ব প্রতিবেদক
কিংবদন্তি লালন শিল্পী ফরিদা পারভীন স্মরণে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যশোরের সাংস্কৃতিক সংগঠন সমুহের ব্যানারে এই অনুষ্ঠানে হৃদয় ছুঁয়ে যায় দর্শক শ্রোতার। বৃহস্পতিবার বিকেলে যশোরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে প্রায় দেড় ঘণ্টার অনুষ্ঠানে ছিল শুধুই লালন সংগীত।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস।
সংগীত অনুষ্ঠানে ঢোল, তবলা, একতারা, দোতারা, সারেন্দি, ঝমক আর বাঁশের বাঁশির সাথে মোহনীয় সুরে বিমোহত হয় সুর প্রেয়সী হৃদয় গুলো। সুর সাধক লালন ফকিরের জনপ্রিয় এবং আধ্যাত্মিক কথামালা উপস্থাপনার সাথে শিল্পী ফরিদা পারভীন গাওয়া জনপ্রিয় গানও ঠায় পায় অনুষ্ঠানে। পেশাদার লালন শিল্পীর সাথে শিক্ষার্থী শিল্পীরা মাতিয়ে দেয় মোহনীয় কণ্ঠে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আনোয়ারুল করীম সোহেল, শামসুন্নাহার সরদার, রফিকুল ইসলাম, আমিন বাবু, জাহাঙ্গীর হোসেন, রুবেল হোসেন, সুভাষ পাল, রীতা পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরিকুল ইসলাম।
