বিনোদন ডেস্ক: কাতার বিশ্বকাপের থিম সং গেয়ে আগেই বিশ্ববাসীর নজর কেড়েছেন নোরা ফাতেহি। বিশ্বকাপের নানা ম্যাচে গ্যালারিতেও দেখা গেছে তাকে। কাতার বিশ্বকাপের ফাইনালের আগে আরও একবার খবরের শিরোনাম হয়েছেন তিনি।
ফাইনালের আগের রাতে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা গেছে এই মরোক্কান সুন্দরীকে। তবে ফিফা সভাপতির সঙ্গে খালি হাতে দেখা করতে যাননি তিনি, নিয়ে গেছেন উপহার। সবুজ ফিতায় বাঁধা লাল টুকটুকে একটি বক্স দেখা গেছে তার হাতে।
নোরার কাছ থেকে উপহার পেয়ে বেশ অবাক হন ইনফান্তিনো। তৎক্ষণাৎ উপহার খুলে দেখেন তিনি। উপহার দেখে দারুণ খুশিও হন ফিফা সভাপতি, কারণ বক্সের ভেতরে ছিল একদম লাল টকটকে একজোড়া জুতো।
উপহার হাতে নিয়ে তিনি জানান, জুতোজোড়া তার দারুণ পছন্দ হয়েছে, এই জুতা সোজা তার অফিসে যাবে।
তাকে খুশি হতে দেখে নোরাও আপ্লুত। জানালেন, বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক জয় উদ্যাপন, সেই সঙ্গে তাকে আমন্ত্রণ জানানোর কৃতজ্ঞতায় এই উপহারটুকু এনেছেন।
আজ রোববার ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে লুসাইল স্টেডিয়ামে। সেখানে সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা। প্রথম বলিউড তারকা তিনি, ফুটবল বিশ্বকাপের ময়দানে অনুষ্ঠান করার আমন্ত্রণ পেয়েছেন।