নিজস্ব প্রতিবেদক
যশোরে একটি পুকুর থেকে লক্ষাধিক টাকার মাছ লুটপাট করেছে দুর্বৃত্তরা। একই সাথে আরো লক্ষাধিক টাকার মাছ নষ্ট করা হয়েছে। সদর উপজেলার মুনসেফপুরে এই ঘটনার পরে পুকুর মালিক আলী মুনসুর মিন্টু বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলো, একই গ্রামের মৃত আফসার মোল্যার ছেলে ইদ্রিস মোল্যা এবং শাহাবুদ্দিনের ছেলে আব্দুল খালেক।
বাদী অভিযোগে বলেছেন, তিনি ৬/৭ বছর ধরে মুনসেফপুর পথের বাজারসংলগ্ন মাঠে ৭৫ শতক জমি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। লিজের মেয়াদ শেষ না হলেও জমির মালিক আব্দুল খালেক সম্প্রতি তা বিক্রি করে দেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে বিবাদীরা পুকুরে গাছের ডালপালা ও আবর্জনা ফেলে মাছের ক্ষতি সাধন করে। গত ৩০ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে মিন্টুর লিজকৃত পুকুর থেকে প্রায় দুই লাখ টাকার মাছ চুরি করে নেয়। একই সঙ্গে প্রায় এক লাখ টাকার চারা মাছ নষ্ট করে পুকুরে বালি ও মাটি ফেলে ভরাট করে দেওয়া হয়। এতে করে ব্যাপক ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ক্ষতিপূরণ চাইলে অভিযুক্তরা মিন্টুকে হত্যার হুমকি দেয় এবং মারধরের চেষ্টা করে বলে দাবি করেছেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যরা বিষয়টি জানলেও কোনো সমাধান হয়নি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তারিকুল ইসলাম বলেন, “মিন্টু প্রকৃত অর্থে একজন মৎস্য ব্যবসায়ী। বিষয়টি নিয়ে সবার বসে আলোচনা করা উচিত ছিল। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।
