কল্যাণ ডেস্ক: লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের দুটি সাজোয়া যানে গুলিতে এক আইরিশ সেনা নিহত হয়েছেন। আয়ারল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, ওই দুই যানে আট সেনা বৈরুতে যাওয়ার পথে ছোট অস্ত্রের গুলির মুখে পড়ে। এতে ওই সেনা নিহত হন।
গতকাল বুধবার এই ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনাইটেড ন্যাশনস ইন্ট্রিম ফোর্সেস ইন লেবাননের (ইউএনআইএফআইএল) এক সদস্যও গুরুতর আহত হয়েছেন। তার অস্ত্রোপচার হয়েছে। এ ছাড়া আরও দুই সেনা সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
বিবৃতি বলা হয়, গভীর দুঃখের সঙ্গে আইরিশ প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করছে, গতকাল লেবাননে ভয়াবহ এক ঘটনায় আমাদের এক শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘ রেজুলেশনে অন্তর্ভুক্ত হলো ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক উক্তি’