নিজস্ব প্রতিবেদক
‘স্বেচ্ছায় করবো রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ’ শ্লোগানে এক ঝাঁক তরুণদের সমন্বয়ে গঠিত যশোর সদরের লেবুতলা ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সদরের লেবুতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোরের বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা। এসময় তিনি বলেন, একটি সংগঠন তৈরি করা খুব সহজ। কিন্তু তার কর্মকাণ্ডের মাধ্যমে টিকিয়ে রাখা খুব কঠিন। সেই কাজটি ইতিমধ্যে সফলভাবে করে যাচ্ছে লেবুতলা ব্লাড ব্যাংক। রক্তদান করা একটি মানবিক কাজ, যেটা করে যাচ্ছে লেবুতলা ব্লাড ব্যাংকের রক্তযোদ্ধারা।
লেবুতলা ব্লাড ব্যাংকের সভাপতি হাসিবুল হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যশোর জেলা গোয়েন্দা শাখার উপ-পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, সকল সংগঠনের কাজ একটাই; সেইটা হলো মানবসেবা। নানা নামে সংগঠন হতে পারে কিন্তু প্রত্যেকটা সংগঠনের উদ্দেশ্য হওয়া উচিত মানবসেবা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ফুলবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ পবিত্র কুমার বিশ^াস, লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম মিয়া, লেবুতলা ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ডা. ফরিদুল ইসলামসহ যশোরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে যশোরের সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক কাজে অবদান রাখা ব্যক্তিবর্গের সম্মাননা স্মারক প্রদান করা হয়।