ক্রীড়া ডেস্ক :
ইউরোপের ক্লাবে খেলা গুইলারমো ওচোয়ার তিন বছর ছিল দুঃস্বপ্নের মতো। মেক্সিকোর লিগে খেলেন তিনি। দেশটির ক্লাব আমেরিকায় কেটেছে তার ক্যারিয়ারের অধিকাংশ সময়। সারা বছর তেমন খবরে আসেন না তিনি। তবে মেক্সিকোর ম্যাচ আসলেই খোঁজ পাওয়া যায় ছয় ফুট উচ্চতার এই গোলরক্ষকের। তার মধ্যে যেন রুশ কিংবদন্তি লেভ ইয়াসিন ভর করেন।
রাশিয়া বিশ্বকাপে এই ওচোয়া জার্মানির বিপক্ষে দুর্দান্ত সব সেভ দিয়েছিলেন। হারলেও দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে বেশ পরীক্ষা নিয়েছিলেন। এবার কাতার বিশ্বকাপে দলের প্রথম ম্যাচেই নায়ক তিনি। ফিরিয়ে দিয়েছেন বর্তমান সমযের সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কির পেনাল্টি। বার্সা স্ট্রাইকারকে ভিলেন বানিয়ে গোল শূন্য সমতার ম্যাচে ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক বনে গেছেন নায়ক।
ম্যাচে অবশ্য দুর্দান্ত গতির ফুটবল দেখিয়েছে মেক্সিকো। বলের দখল ও আক্রমণ ম্যাচের সেরা দল ছিল সেন্ট্রাল আমেরিকার দলটি। রদ্রিগেজরা ৬০ শতাংশ বল পায়ে রেখে খেলেছে। গোল হওয়ার মতো চারটি ভালো শট নিয়েছে। কিন্তু পোল্যান্ডের গোলমুখ খুলতে পারেননি। বেশ কটি আক্রমণও ব্যর্থ হয়েছে দলটির।
‘সি’ গ্রুপের এই ম্যাচ ড্র হওয়ায় শেষ ষোলোয় যাওয়ার সমীকরণ জটিল হলো। আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদির বিপক্ষে হেরেছে। গ্রুপের সবচেয়ে বড় প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়ায় আরব দলটির নকআউটে যাওয়ার সুযোগ তৈরি হলো। ঠিক একইভাবে মেসিদের বিপক্ষে মেক্সিকো এবং পোল্যান্ডের বড় পরীক্ষা অপেক্ষা করছে।