লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে বাবুল শেখ (৫৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার হান্দলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল শেখ ওই গ্রামের আফজাল শেখের ছেলে। চাচাতো ভাই রিপন শেখ তাঁকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রিপন শেখ ও তাঁর লোকজন বাবুল শেখের জমি থেকে তালগাছ কাটতে থাকেন। খবর পেয়ে বাবুল শেখ সেখানে গেলে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিপনের হাতে থাকা দেশীয় অস্ত্রের (পাট কাটার হাঁসো) কোপে বাবুল গুরুতর জখম হন। স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে রিপন শেখ পলাতক রয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।