লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ার রায়গ্রামে দুর্বৃত্তদের লোহার রডের আঘাতে সিরাজুল ইসলাম মোল্যা (৫১) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে রায়গ্রাম জোড় বাংলা মন্দিরের পশ্চিম পাশের্^ এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবর সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সিরাজুল ইসলামের ছেলে মহব্বত মোবাইল ফোনে টাকা রিচার্জ করে স্থানীয় আলীগঞ্জ বাজার (ফেদী বাজার) থেকে ফেরার পথে প্রতিবেশি গফফার মোল্যার ছেলে শান্তর সঙ্গে বাকবিতন্ডা হয়। মহব্বত বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে মহব্বতের বাবা সিরাজুল মোল্যা প্রতিবেশি শান্তকে ডেকে বাকবিতন্ডার বিষয়ে জানতে চাইলে আবারো বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ সময় শান্ত তার সহযোগীদের সাথে নিয়ে লোহার রড, হাতুড়ি ও হকিস্টিক দিয়ে সিরাজুলকে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।