নড়াইল প্রতিনিধি: নড়াইল লোহাগড়া উপজেলার নোওয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মরজিনা বেগম (৫০) মেয়ে সিমা বেগম (৩০) ছেলে মান্না ও প্রতিবেশী আবু মোল্লার ছেলে জামাল মোল্লাকে মারধর করার অভিযোগ পাওয়া গিয়াছে।
২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় স্থানীয় সন্ত্রাসী বাহিনী রাজা মিয়ার ছেলে সাইফুর, নুৎফার মোল্লার ছেলে নাজির, হাসমত, লাদেনসহ তার বাহিনী চা দোকানদার বদিয়ার মোল্লার উপর আকর্ষিক হামলা চালায়।
এ সময় দোকানের পিছনে বাড়িতে থাকা বদিয়ার মোল্লার স্ত্রী মরজিনা বেগম (৫০) তার বিবাহিত মেয়ে সিমা বেগম, ও ছেলে মান্না ঠেকাতে আসলে তাদেরও লোহার রড, শাবল দিয়ে এলোপাতাড়ি মারধর আরম্ভ করে। সংবাদ শুনে লোহাগড়া পুলিশ ও রোম চেয়ারম্যান ঘটনাস্থলে যান।