লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তা-জয়পুর জামরুলতলা সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। লক্ষীপাশা চৌরাস্তায় বুধবার বেলা ১১টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পিতা গোলাম মর্তুজা স্বপন ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান।
লোহাগড়া পৌরসভার অর্থায়নে সাড়ে পঁচিশ লাখ টাকা ব্যয়ে ৪২৫ মিটার দৈর্ঘ্য এ পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে।
উদ্বোধনকালে লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, পৌরসভার সচিব তফিকুল আলম, সহকারী প্রকৌশলী শেখ স্যাইয়াদুল হক, লোহাগড়া ইউপি চেয়ারম্যান নাজমিন বেগম, জেলা পরিষদ সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, প্যানেল মেয়র-১ বিশ^নাথ দাস, প্যানেল মেয়র-২ সৈয়দ সাজাহান সিরাজ বিদ্যুত, প্যানেল মেয়র-৩ রাজিয়া সুলতানা বিউটি, পৌর কাউন্সিলর আনিসুর রহমান, সাহিদুর রহমান সাবু, পলাশ শেখ, ফারুক হোসেন, খালেদা জামান, আওয়ামী লীগ নেতা সিকদার আজাদ রহমান, কে,এম ফয়জুল হক রোম, সাইফুল ইসলাম সরু, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি শিমুল হাসান, পৌরসভার কার্যসহকারী কবির হোসেন, সিকদার ওসমান গণিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।