নিজস্ব প্রতিবেদক
যশোরের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ম্যানেজার নাজ পারভীনের বাসা থেকে ১৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে। গত ৮ অক্টোবর সন্ধ্যার পরে শহরের হরিনাথ দত্ত লেনের বাসায় এই চুরির ঘটনায় তিনি কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত ৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে শহরের হরিনাথ দত্ত লেনের ভাড়া বাসা তালাবদ্ধ করে ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেস লিমিটেডে আসেন। রাত ১১টার দিকে বাসায় গিয়ে দেখেন তালা ভাঙ্গা। ভিতরে আলমারির তালা ভেঙ্গে ১৩ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরচক্র। বাসায় কেউ না থাকার সুযোগে অজ্ঞাতনামা চোরচক্র দরজা এবং আলমারির তালা ভেঙ্গে এই চুরির ঘটনা ঘটিয়েছে।
