নিজস্ব প্রতিবেদক
যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহেদ হোসেন নয়নের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে শহরের শংকরপুর বাবলাতলা এলাকায় তিনশ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন, চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার বিল্লাল উদ্দীন, চাঁচড়া মৎস্য হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম দুলাল, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী বিল্লাল হোসেন, এসএম বাপ্পা, সুশান্ত বর্মণ প্রমুখ।
কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন বলেন, এই চাল বিতরণ কর্মসূচি ওয়ার্ড জুড়ে সপ্তাহ ব্যাপি চলবে। প্রতিদিন ২ থেকে ৩শ’ দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে। গতকাল ছিলো প্রথম দিন।
