নিজস্ব প্রতিবেদক
যশোরে শংকরপুর মানবিক যুব সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র উপহার অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকেলে শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পূর্ব পাশে সংগঠনের প্রধান কার্যালয়ে শতাধিক শীতার্ত ও গরীব অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণকালে সংগঠনের নেতাকর্মীরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
সংগঠনের সাধারণ সম্পাদক গাজী রাশেদুল ইসলামের পরিচালনায় এবং সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মাস্টার হাফিজুর রহমান, এ্যাডভোকেট আব্দুল লতিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের সাধারণ সম্পাদক গাজী রাশেদুল ইসলাম বলেন, গরীব-অসহায়, দুস্থের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। ভ্রাতৃত্বের নৈতিক ও মৌলিক দাবি হল একে অপরকে সাহায্য-সহযোগিতা করা এবং বিপদাপদে পাশে দাঁড়ানো। আমরা সর্বদা নিজ নিজ স্থান থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করবো।