নিজস্ব প্রতিবেদক: যশোরের গৌরব গাঁথা ইতিহাস নিয়ে লেখা ‘শতবর্ষী’ বইয়ের লেখক ইঞ্জিনিয়ার এস.এম. নূরুল ইসলাম চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন। গতকাল তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এলজিইডি যশোর অঞ্চল কর্তৃক আয়োজিত এলজিইডি মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন যশোরের অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এজাজ মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি ছাড়াও বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদ আহমেদ বাছেত, বিদায়ী অতিথি এস.এম. নূরুল ইসলাম, যশোর জেলার নির্বাহী প্রকৌশলী এ.কে.এম আনিসুজ্জামান, ঝিনাইদহ জেলার নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দীন, জেলার সিনিয়র সহকারী প্রকৌশলী সানাউল হক, ঝিনাইদহ সিনিয়র সহকারী বিকাশ চন্দ্র নন্দী। আরও বক্তব্য রাখেন যশোর সদর, মণিরামপুর, কোটচাঁদপুর, ঝিনাইদহ সদর, মহেশপুর, উপজেলা প্রকৌশলীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে এস.এম. নূরুল ইসলাম সম্পর্কে একটি প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়। বিশেষ করে যশোরের গৌরব গাঁথা ইতিহাস নিয়ে লেখা ‘শতবর্ষী’তে স্থান পাওয়া প্রাচীন যশোরে মানচিত্রসহ বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন। এস.এম. নূরুল ইসলাম একজন সৎ এবং গুণী প্রকৌশলী ছিলেন। প্রকৌশলী হয়েও তিনি প্রাচীন যশোরের গৌরব গাঁথা অনেক ইতিহাস ‘শতবর্ষী’তে তুলে ধরেছেন বলে তাকে ধন্যবাদ জানানো হয়।
নূরুল ইসলাম জানান, শতবর্ষী’র চেয়েও অনেক বেশি তথ্য সম্বলিত আরো একটি বই প্রকাশের চেষ্টা করছেন।