কল্যাণ ডেস্ক: থাইল্যান্ড উপসাগরে শতাধিক নাবিক নিয়ে ডুবে গেছে একটি থাই যুদ্ধজাহাজ। আজ সোমবার হেলিকপ্টারের মাধ্যমে জাহাজটির ৭৫ নাবিককে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আছেন আরও ৩১ নাবিক।
বিবিসির বরাতে জানা যায়, রোববার সন্ধ্যায় ঝোড়ো বাতাসে ‘এইচটিএমএস সুখোথাই’ যুদ্ধজাহাজটির বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। খবর পাওয়ামাত্র থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার উদ্ধারে পাঠানো হয়। জাহাজটিতে ১০৬ জন ছিল বলে জানা গেছে।
সাগরে টহল দেওয়ার সময় জাহাজটি ঝড়ের কবলে পড়ে। ঝড়ের কারণে জাহাজে পানি ঢুকে পাওয়ার রুমে শর্টসার্কিট সৃষ্টি হয় বলে জানা যায়। এর একপর্যায়ে ডুবে যায় জাহাজটি।
আরও পড়ুন: শ্রদ্ধা হত্যার ছাপ, চাচিকে ১০ টুকরো করলো যুবক