বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছার পল্লীতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ব্যবসায়ীর বনজ (মেহগনি) গাছ কর্তন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় গাছ কর্তনের প্রতিবাদ করায় সোহাগ হোসেন (১৬)নামে একজনকে মারপিট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার ঝিকরগাছা থানায় একটি এজাহার দায়ের হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এজাহার মোতাবেক জানাযায়, ঝিকরগাছা পাশ্ববর্তী শার্শার বাগআঁচড়া গ্রামের কাসেদ মেম্বারের ছেলে খামার ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের শংকরপুর গ্রামে হাইব্রীড ঘাস চাষসহ শংকরপুর মৌজায় দাগ নং ১৮৬৩, জমির পরিমান ৮ কাটা ২০২২ সালে শংকরপুর গ্রামের মৃত নুর বক্সের ছেলে নেসার উদ্দীনের নিকট হতে চৌহদ্দি উল্লেখপূর্বক ওই জমির উপর লাগানো ৫ টি বড় বড় মেহেগনি গাছ যাহার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা দলিলমূল্য ক্রয় করে। ক্রয়ের পর হতে বিক্রয়কারী ও তার ভাইদের সহযোগীতায় জমির চৌহদ্দি নির্ধারন পূর্বক নিজ দখলে রেখে ঐ মেহেগনি গাছের ফাঁকে ফাঁকে বিভিন্ন কাঠ উৎপাদন কারি গাছ রোপন করে পরিচর্যা করে আসছে। আর ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের গরুর খামার ও জমি জমা দেখাশুনার করার জন্য সেই সময় শংকরপুর গ্রামের সোহাগ হোসেনকে বেতন চুক্তিতে কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
শুক্রবার বিকালে কেয়ারটেকার সোহাগের ফোন পেয়ে জমিতে জাহাঙ্গীর হোসেন গিয়ে দেখেন প্রতিপক্ষ ইয়ার আলী ও দিছার আলী লাগানো গাছগুলো কেটে ফেলছে। এ সময় বাধা দেওয়ায় কেয়ারটেকার সোহাগ হোসেনকে মারধর করে গরু বিক্রির ৭৫ হাজার টাকা কেড়ে নিয়ে এবং পুনরায় বাধা দিলে খুন জখম করবে বলে শাসিয়ে চলে যায়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 
									 
					