নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই, ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা ও দেশবরেণ্য ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামাল। শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) ও আবাহনী ক্রীড়া চক্র যশোর আলোচনাসভা, শিশু-কিশোরদেও চিত্রাঙ্কন প্রতিযোতিার আয়োজন করেছে। ডিএফএ ও আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি আসাদুজামান মিঠু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ শনিবার বিকেল পাঁচটায় যশোর শিল্পকলা একাডেমিতে এ সব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শেখ কামালের জীবনের নানা গল্প তুলে ধরবেন ঘনিষ্ঠ বন্ধু বীরমুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ম হামিদসহ স্থানীয় রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএফএ’র প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
