নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টুর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খুলনা বিভাগীয় প্রশাসনের কার্যালয়ে খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহামুদ শরীফ এ শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু বলেন, আমার ওপর যে বিশ্বাস ও আস্থা দল, ভোটারসহ এলাকাবাসী রেখেছেন, তার প্রতিদান যেন দিতে পারি। যারা রায় দিয়ে এতোদূর এনেছেন তাদের পাশে থাকব। এখন অনেক দায়িত্ব। আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আশা করি সদরের ব্যাপক উন্নয়ন হবে। একইসাথে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং নির্মূল করবো ইনশাল্লাহ। এজন্য সদর উপজেলাবাসীর কাছে দোয়া চাই। ’
নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টুর সাথে উপস্থিত ছিলেন, যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু ও যুগ্ম সম্পাদক ইউসুফ শাহিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ বিপুল, ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা, নওয়াপড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন ও দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলী হোসেন নয়ন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি, ছাত্রনেতা সজিবুর রহমান সজিব, মেজবাহ উদ্দিন সুমন, রেজা ইসলাম, ইসলামুল হক তন্ময়, জাহিদ হাসান, কাজী ফয়সার প্রমুখ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার যশোর সদর উপজেলা পরিষদে নবনির্বাচিতদের শপথ গ্রহণের দিন ধার্য্য ছিল। কিন্তু নব-নির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু সোমবার মধ্যরাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তিনি শপথ নিতে পারেননি। তবে ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল ও বাশিনূর নাহার ঝুমুর শপথ নিয়েছিলেন।
উল্লেখ্য, গত ৫ জুন যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টু চেয়ারম্যান নির্বাচিত হন। মোটরসাইকেল প্রতীকে তিনি ৫৭ হাজার ৯১৪ ভোট পেয়ে বিজয়ী হন।
