নিজস্ব প্রতিবেদক: যশোরে পূর্ব শত্রুতার জেরে তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে শহরতলীর শেখহাটি কালীতলায়। তারা হলেন শেখহাটির মহসিন রেজার ছেলে সৌরভ হোসেন (২৫), আব্দুর রহিমের ছেলে সুমন হোসেন (২৪) ও হুমায়ুন আহমেদের ছেলে শান্ত ইসলাম (৪৪)। তাদেরকে যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে শেখহাটির মোমেল হোসেন, আবু বক্কারসহ ৮/১০ জন বাকবিতণ্ডার একপর্যায়ে সৌরভ, সুমন ও শান্তকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এসময় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, তাদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, শেখহাটি কালীতলায় ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: যশোরে নামি বিদ্যালয়ে ‘ভর্তি যুদ্ধ’ শুরু