নিজস্ব প্রতিবেদক
সরকার আরও ১১৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেছে। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে চতুর্থ ধাপে ১১৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ১১৮জনের মধ্যে যশোর জেলার ৩১ জন স্থান পেয়েছেন।
এ নিয়ে চার দফায় প্রকাশ করা মোট শহীদ বুদ্ধিজীবীর তালিকায় সংখ্যা দাঁড়ালো ৫৬০ জনে।
৩১ জনের মধ্যে নাট্যাভিনেতা ও সমাজসেবী তালিকায় যশোর সদরের ষষ্ঠীতলাপাড়ার দুই ভাই অমল কৃষ্ণ সোম ও অরুণ কৃষ্ণ সোম স্থান পেয়েছেন। সাহিত্যিক ও গবেষক হিসেবে রয়েছেন জেলার চৌগাছা উপজেলার নারায়ণপুরের আব্দুর রউফ। আইনজীবী হিসেবে শহরের পশ্চিম বারান্দীপাড়ার আব্দুর রশিদ। রাজনীতিক ও সমাজসেবিতে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রহমান খান কাশেম। ভাষা সৈনিক নিউটাউন ই-ব্লকের আব্দুর রহিম। ইমাম ও সমাজসেবী ক্যাটাগরিতে নিউটাউন এ-ব্লকের মাওলানা আব্দুল আজিজ। চৌগাছা সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল গফুর বিশ^াস। সংস্কৃতিকর্মী ও কৃষি অধিদপ্তরের সহকারী পরিচালক যশোরের শহরের বারান্দীপাড়ার আব্দুল জব্বার এ তালিকায় স্থান পেয়েছেন। লেখক, চিত্রশিল্পী রাজনীতিক ও সমাজসেবী হিসেবে যশোরের নিউটাউন ডি-ব্লকের আব্দুল লতিফ খান, সংস্কৃতি কর্মী ও রাজনীতিক ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল হামিদ, রাজনীতিক ও সংগঠক তৎকালীন যশোরের (বর্তমান ঝিনাইদহ) আহসান উদ্দিন মানিক, লেখক ও সমাজসেবী নিউটাউন এ-ব্লকের ইয়াকুব আলী, সাংস্কৃতিক ও সমাজসেবী যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার ওয়ালিউর রহমান পারু, সম্মিলনী ইনস্টিটিউটের শিক্ষক ও রাজনীতিক যশোরের চাঁচড়া রায়পাড়া এলাকার কাজী আইয়ুব হোসেন, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যশোর সদরের বসুন্দিয়ার জগন্নাথপুর এলাকার গোবিন্দ, পল্লী চিকিৎসক ও রাজনীতিক মণিরামপুরের হাজরাকাটির তফেল উদ্দিন আহম্মাদ, সুন্দলপুর হাইস্কুলের শিক্ষক ও সমাজসেবী মণিরামপুরের মোহনপুরের নওয়াব আলী বিশ^াস, ঢাকুরিয়া প্রতাপকাঠি বিদ্যালয়ের শিক্ষক মণিরামপুরের ঢাকুরিয়ার প্রবোধ কুমার মিত্র, লেখক-সাংস্কৃতিক কর্মী ও রাজনীতিক হিসেবে যশোর শহরের খড়কি এলাকার আসাদুজ্জামান, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মহিউদ্দীন আহমেদ বিশ^াস, ঘোষপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলকার আব্দুস সালাম টিপু তালিকায় রয়েছেন। আর রাজনীতিক ও সমাজসেবী মণিরামপুরের ঢাকুরিয়ার লুৎফর রহমান, সাংস্কৃতিক কর্মী ও সমাজসেবী যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ার শেখ ওয়াহিদুর রহমান চারু, চাকরিজীবী ও সমাজসেবী সদর উপজেলার হামিদপুরের শহীদ উদ্দিন আহম্মেদ, প্রকৌশলী শহরের ঘোপ সেন্ট্রাল রোডের শামস-উল-হুদা, শেখেরবাতান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাঘারপাড়ার সিদ্দিকুর রহমান, চুতুরবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সমাজসেবী বাঘারপাড়ার প্রেমচারার সিরাজুল ইসলাম, ডি-ব্লক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিউটাউন এ-ব্লকের সুজাউদ্দিন বিশ্বাস, আইনজীবী শহরের বেজপাড়ার সুশীল কুমার রায় এবং শহরের রেল স্টেশন মাদ্রাসার শিক্ষক ও সমাজসেবী চাঁচড়া রায়পাড়া এলাকার মাওলানা হাবিবুর রহমান।
