নিজস্ব প্রতিবেদক
যশোরের কেন্দ্রীয় শহীদ মিনারে এক হাজার মোমবাতি প্রজ্বালন ও মুক্তির গানের অনুষ্ঠান করেছে ছাত্র-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এ কর্মসূচি পালিত হয়। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহরের বকুলতলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
অনুষ্ঠানের আয়োজন করেন যশোরের ব্যান্ড সমন্বয়ক নামের একটি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানে অংশ নেওয়া সকলকে মোমবাতি দেওয়া হয়। এদিকে মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে সকল ছাত্র-জনতা ছোট বড় পাতাকা হাতে ও কালো পোশাক পরিধান করে আসেন।
প্রথমে জাতীয় সংগীত পরিবেশন এবং এরপর মোমবাতি প্রজ¦ালনের পর ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ গানে মুখরতি হয়ে ওঠে শহীদ মিনার চত্বর। এরপর পর্যায়ক্রমে কয়েকটি দেশাত্মবোধক গান পরিবেশন করে ছাত্র-জনতা।