আব্দুল্লাহ সোহান, মণিরামপুর (যশোর): স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, ৭১ সালে মুক্তিযুদ্ধে মণিরামপুর থেকে অংশ নেয়া শেখ আকরামকে নৃশংসভাবে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন নির্মম হৃদয় বিদায়ক হত্যাকান্ড দ্বিতীয়টি আর ঘটেনি।
মৃক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ২৫ অক্টোবর দিন-দুপুরে প্রকাশ্যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। বিগত কোন সরকারের আমলে শহীদের মর্যাদায় এমন কোন উদ্যোগ নেয়া হয়নি। আগামী প্রজম্মকে এসব শহীদদের স্মৃতি স্বরণে রাখতে বর্তমান সরকার অগ্রনী ভূমিকা পালন করে চলেছেন। স্বাধীনতার ৫০ বছর পর জুড়ানপুর গ্রামের আকরাম মোড়ে শনিবার (২৬ মার্চ) বিকেলে বীর মুক্তিযোদ্ধা শেখ আকরামের স্বরণে স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
স্মৃতিস্তম্ভ ভিত্তি স্থাপনকালে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা এ্যাড বশির আহম্মেদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আব্দুলাহ বায়োজিত, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
উল্লেখ্য, শহীদ শেখ আকরাম স্মৃতিস্তম্ভ নির্মানে জমিদান করেছেন তাহেরপুর গ্রামের নুর আলী মোড়ল।