ক্রীড়া ডেস্ক: জমে উঠেছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। ব্যাট বলের লড়াই চলছে সমানে সমান। এর বাইরে থেমে নেই কথার লড়াইও। তাতে এবার আলোচনায় বিরাট কোহলি। বাংলাদেশের ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্তকে অশ্লীল ইঙ্গিত করেছেন তিনি।
ঘটনা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলের সময়। সেই সময় জুতার ফিতা খুলে গিয়েছিল টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্তর। স্বাভাবিকভাবেই তা বাঁধছিলেন তিনি। তখনই হঠাৎ মেজাজ হারান কোহলি।
শান্তকে ইঙ্গিত করে পোশাক খোলার ভঙ্গি দেখিয়ে ব্যঙ্গ করে কোহলি বলেন, তাহলে তুমি এখন নিজের পোশাকটাই খুলে ফেলো। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া ডটকম।
সে সময় মুহূর্তেই কোহলির কথা স্পষ্ট ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে। কিন্তু কেন এমন বলেন তিনি? এমন প্রশ্নের উত্তর খুজতে গিয়ে বের হয়ে এলো কারণ। জানা যায়, ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শেষদিকে নানা অযুহাতে সময় নষ্ট করছিলেন জাকির ও শান্ত।
আর তাদের উদ্দেশ্য ছিলো আর উইকেট না হারানো। তখন সময় নষ্ট করতে কখনও ব্যাট পরিবর্তন, কখনও সাজঘর থেকে পানি চেয়ে পাঠাচ্ছিলেন আবার কখনও জুতার ফিতা খুলে বাঁধছিলেন জাকির-শান্ত। তাদের এমন আচরণে বিরক্ত হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা।
মূলত অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করতে চেয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার। যাতে তৃতীয় দিন (শনিবার) সকালে সতেজ হয়ে মাঠে নামতে পারেন তারা। আর এসব দেখেই ক্ষেপে যান কোহলি।
আরও পড়ুন: সাকিবকে নিয়ে সুখবর দিলেন অ্যালান ডোনাল্ড