নিজস্ব প্রতিবেদক
৯৮ রানে ৭ উইকেট হারানোর পর ক্রিজে আছেন শামীম। ৯ বল ও ৫ রানের পর ফিরে যেতে দেখেন রোমানকেও। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শামীম খেলেন ৪৬ ঝড়ো ইনিংস। আর তাতে টসে প্রথমে ব্যাট করা শতদল ১৭০ রানের পুঁজি পায়। পরে জবাব দিতে নেমে দারুণ খেলছিলো প্রতিপক্ষ স্ক্যাইল্যাবের মিডল অর্ডার ব্যাটাররা। বল হাতে ৪ উইকেট নিয়ে মির্ডল অর্ডার গুটিয়ে দেন। তাতে যশোর প্রথম বিভাগ ক্রিকেটের সুপার লিগ পর্বের নিজেদের প্রথম মাচে ৫৬ রানে জয় পেয়েছে দলটি। বলা যায় এক শামীমের কাছে হেরেছে স্ক্যাইল্যাব।
আগের রাতে বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় ৩৩ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শতদলের অধিনায়ক শিমুল। ব্যাট করতে নেমে দারুন শুরু এনে দেন শতদলের দুই ওপেনার জাভেদ ও ফয়সাল। ফয়সাল ৩০ রানে সাজঘরে ফিরলে ভাঙ্গে ৫০ রানের ওপেনিং জুটি। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা তারা। আট নম্বরে ব্যাটিং করতে নামা শামীম ৪১ বলে ৪টি চার ও এক ছয়ে ৪৬ রান করলে ৩২ ওভার ২ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় তারা। জবাবে ব্যাট করতে নেমে ২৭ ওভার ৪ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১১৪ রান করতে পারে স্ক্যাইল্যাব।
ব্যাট হাতে শতদলের শামীমের পাশে ফয়সল ৩২ বলে ৪টি চার ও এক ছয়ে ৩০, মৌমেন ১৭, সঞ্জয় ১৬, জাভেদ ও রোমান ১৪ রান করে সংগ্রহ করে। স্ক্যাই ল্যাবের রনি ২৮ রানে ৫টি, রনি ম-ল ও আবির তারিক ২টি করে উইকেট দখল করেন।
স্ক্যাই ল্যাবের ব্যাটিং ইনিংসে কামরুজ্জামান রানা ২৫, ফয়সাল উদ্দিন ১৭ ও সানোয়ার রনি ৩২ রান সংগ্রহ করেন। শতদলের শামীম ১২ রানে ৪টি, শিমুল ৩টি ও সঞ্জয় দুটি উইকেট দখল করেন।