নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঋষি সম্প্রদায়ের পিছিয়ে পড়া ৪৩ পরিবারের মাঝে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবারগুলোর হাতে উপহার তুলে দেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম।
যশোরের সামাজিক সংগঠন সু-প্রভাতের আহ্বানে জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজার আনন্দ যাতে সকলের মাঝে ছড়িয়ে পড়ে সেজন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে। ২শ পরিবারের মাঝে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। প্রাথমিক পর্যায়ে ৪৩টি পরিবারের মাঝে উপহার সামগ্রী দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের কাছে এই উপহার পৌছে যাবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী জেলা প্রশাসককে যেকোন প্রয়োজনে পাশে পাবেন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা প্রমুখ। এদিন ঋষি সম্প্রদায়ের পিছিয়ে পড়া ৪৩ পরিবারের মাঝে ১০ কেজি চাল, সেমাই, চিনি, তেল, আলু, ডাল ও ৪৩ পরিবারের শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।
