বিনোদন ডেস্ক
বলিউডের স্বনামধন্য পরিচালক ও সঞ্চালক করণ জোহরকে দেখে একরকম হতাশ তার ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি তার একটি ছবি রেডিটে ভাইরাল হয়, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছড়ায় সামাজিক মাধ্যমে। এ মুহূর্তে তার শরীরের গঠন পরিবর্তন নিয়ে অনেকেই বিস্মিত। কেউ কেউ উদ্বিগ্ন। অনেকে মনে করছেন, ওজন কমাতে করণ কোনো ওষুধ ব্যবহার করেছেন। ভালো দেখাচ্ছে না, নিশ্চয়ই তিনি অসুস্থ। সম্প্রতি ‘ধড়ক ২’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ নিয়ে যে কথা বললেন পরিচালক।
করণ জোহর বলেন, ইন্টারনেটে এমন সব কথা পড়েছি, যেন আমাকে প্রায় মেরে ফেলা হয়েছিল। কেউ বলছেন, আমার কী হয়েছে? করণ জোহর কি অসুস্থ? তিনি বলেন, আমি সবাইকে জানাতে চাই— আমি একদম সুস্থ ও সুখে আছি। বরং এর আগে এত হালকা-স্বস্তিতে কখনো অনুভব করিনি।
এ পরিচালক বলেন, ওজন কমার পেছনে স্বাস্থ্যকর কিছু অভ্যাসের অবদান রয়েছে। আমি এখন সুস্থভাবে বেঁচে আছি এবং দীর্ঘ সময় বেঁচে থাকতে চাই। বিশেষ করে আমার সন্তানদের জন্য। ওরা আমার সব কিছু। আমার ভেতরে অনেক গল্প আছে, যেগুলো আমি দর্শকদের সামনে তুলে ধরতে চাই।
উল্লেখ্য, করণ জোহর প্রযোজিত ‘ধড়ক ২’ সিনেমায় অভিনয় করেছেন তৃপ্তি দিমরি ও সিদ্ধান্ত চতুর্বেদী। এ সিনেমাটি পরিচালনা করেছেন শাজিয়া ইকবাল। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ধড়ক’ সিনেমার এটি সিক্যুয়েল।