বেনাপোল প্রতিনিধি
সারাদেশের ন্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোরের শার্শা উপজেলা শাখার আয়োজনে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ এবং ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর নাভারন সাতক্ষীরা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলের উপজেলা শাখার সভাপতি বক্তিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল রহমান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।